সিরিজের একমাত্র টেস্টে জয়ের জন্য আফগানিস্তানকে ৬৬২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৮০ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৪২৫ রান করে টাইগাররা।
মিরপুরে আগের দিনের ৩৭০ রানের লিড থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে রান তুলে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শতক করেন শান্ত। ১৫১ বলে ১২৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। দুই বছর পর শতকের দেখা পেয়েছেন মুমিনুল হকও।
ক্যারিয়ারের ১২তম শতকের দিনে ১২ টি চার ও ১ ছক্কায় ১৪৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন তিনি। অর্ধশতক তুলে নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাশ। তিনি অপরাজিত থাকেন ৬৬ রানে। এর আগে সকালে ৭১ রানের ইনিংস খেলে রান আউটে কাটা পড়েন ওপেনার জাকির হাসান।
বড় লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় আফগানরা। পেসার শরীফুলের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ইব্রাহিম জাদরান। এর পরের ওভারে আরেক ওপেনারের উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ। ৫ রান করে উইকেটরক্ষক লিটন কুমারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন আব্দুল মালিক।
শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানদের সংগ্রহ ২ উইকেটে ২০ রান।
ইমাম/দীপ্ত নিউজ