ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ৬৪ কেজি গাঁজা ফেলে রাতের আঁধারে পালিয়ে গেল চোরাকারবারিরা। শনিবার (১ এপ্রিল) গভীর রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম ও চম্পকনগর সীমান্ত এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) তথ্যের ভিত্তিতে মধুগ্রাম বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় গমন করে। চোরাকারবারীরা টহলদলের কাছে আসা মাত্র টহলদল বাঁশি বাজালে তারা ৩ বস্তা মালামাল ফেলে ছত্রভংগ হয়ে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা থেকে ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে একই রাতে আরেকটি গোপন তথ্যের ভিত্তিতে চম্পকনগর বিওপি’র বিশেষ টহলদল ওই এলাকায় গমন করে এম্বুশ করে। চোরাকারবারীরা টহল দলের কাছাকাছি আসলে তাদেরকে চ্যালেন্জ করলে ২ বস্তা মালামাল ফেলে তারা পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তার থেকে ২৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ উপায়ে এসব মাদক নিয়ে এসে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফেনী ও আশপাশের জেলায় বিক্রি করে থাকে।
আফ/দীপ্ত সংবাদ