সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

৬০তম জন্মদিনে ই-বাইক চালিয়ে প্রশংসায় ভাসছেন সালমান খান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বয়স কেবল একটি সংখ্যা মাত্র—তা আবারও প্রমাণ করলেন বলিউড মহাতারকা সালমান খান। নিজের ৬০তম জন্মদিনে বিলাসবহুল গাড়িবহর ছেড়ে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক (বাইক) চালিয়ে ভক্ত ও নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। গত ২৭ ডিসেম্বর মধ্যরাতে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে তাকে এই লুকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত অনুরাগী ও সংবাদকর্মীরা।

জন্মদিনের নতুন চমক বলিউডের ভাইজানসাধারণত তার জন্মদিন পানভেল ফার্মহাউসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করেন। তবে এবারের মাইলফলক ছোঁয়া জন্মদিনে তিনি বেছে নিয়েছেন সাধারণ ও সচেতনতামূলক এক ভঙ্গি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্যাজুয়াল টিশার্ট ও জিন্স পরে সালমান খান স্বাচ্ছন্দ্যে ইবাইক চালাচ্ছেন। তার এই সাধারণ জীবনযাপন ও পরিবেশ সচেতনতা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

বাইকের মাধ্যমে সচেতনতার বার্তা সালমান খান দীর্ঘদিন ধরেই ফিটনেস সচেতনতার জন্য পরিচিত। তবে ৬০ বছরে পা দিয়ে পেট্রোলচালিত যানবাহনের বদলে ইবাইক চালানোকে অনেকেই একটি ইতিবাচক প্রচারণা হিসেবে দেখছেন। বিশেষ করে মুম্বাইয়ের মতো জনবহুল ও দূষণপ্রবণ শহরে কার্বন নিঃসরণ কমাতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা। ভক্তদের মতে, সালমান কেবল জন্মদিন উদযাপন করেননি, বরং তরুণ প্রজন্মের কাছে টেকসই উন্নয়নের বার্তাও পৌঁছে দিয়েছেন।

তারকাদের শুভেচ্ছা ও ভক্তদের উন্মাদনা সালমানের বিশেষ এই দিনে বলিউড পাড়ার কিংবদন্তি শাহরুখ খান, আমির খান থেকে শুরু করে ক্যাটরিনা কাইফসহ অসংখ্য তারকা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে হাজারো ভক্তের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ বাহিনীকে। ইবাইক চালিয়ে ভক্তদের কাছাকাছি আসায় প্রিয় তারকাকে এক নজর দেখতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ।

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্ম নেয়া সালমান খান গত সাড়ে তিন দশক ধরে হিন্দি চলচ্চিত্র জগৎ শাসন করছেন। ম্যায়নে পেয়ার কিয়াথেকে শুরু করে টাইগারসিরিজ—তার জনপ্রিয়তার গ্রাফ সবসময়ই ঊর্ধ্বমুখী। বর্তমানে তার হাতে রয়েছে সিকান্দারসহ বেশ কিছু বিগ বাজেটের সিনেমা। ৬০ বছর বয়সেও তার এমন উদ্যম ও ফিটনেস নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে সহকর্মী ও ভক্তদের।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More