দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পর অবশেষে মডেল ও প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বিশ্ব ফুটবলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সোশ্যাল মিডিয়ায় এক ঝলমলে এনগেজমেন্ট রিংয়ের ছবি শেয়ার করে এই খবর নিজেই জানিয়েছেন জর্জিনা।
সোমবার (১১ আগস্ট) জর্জিনা তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করেন, যেখানে তার হাতে বড় ওভাল আকৃতির এক বিশাল হীরের আংটি দেখা যাচ্ছে। ছবিটি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উচ্ছ্বাস ও আলোচনা শুরু হয়েছে।
প্লাটিনাম সেটিংয়ে তৈরি এই এনগেজমেন্ট রিংটির কেন্দ্রীয় হীরার ওজন প্রায় ৩৫ ক্যারেট। লন্ডনের বিখ্যাত গহনা ব্র্যান্ড ‘৭৭ ডায়মন্ড’ অনুযায়ী, এই রিংটির আনুমানিক মূল্য ৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫০ কোটি টাকারও বেশি)।
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনার পরিচয় প্রথমবার ঘটে ২০১৬ সালে, যখন তারা স্পেনের মাদ্রিদে একই সময় বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর প্রেমে রূপ নেয়। ২০১৭ থেকে জর্জিনা রোনালদোর সঙ্গে একসঙ্গে বাস করছেন এবং তাদের কয়েকজন সন্তান রয়েছে।
রোনালদো এই এনগেজমেন্টের মাধ্যমে একদমই নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। ফুটবল দুনিয়ায় তার অসাধারণ সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই আনন্দময় সংবাদ অনেক ভক্ত ও সমর্থকের জন্য সুখবর।
বিশ্বব্যাপী খেলার মাঠে রোনালদোর ক্যারিয়ার এখনও সমান তালে চললেও ব্যক্তিগত জীবনে এই নতুন পদক্ষেপ তাকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে এই রিং এবং তাদের প্রেমের গল্প নিয়ে হাজারো শুভেচ্ছা বার্তা চলছে। অনেকে রোনালদো ও জর্জিনার সুখী বিবাহিত জীবন কামনা করছেন।
ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজের বিয়ের আনুষ্ঠানিকতার তারিখ এখনও প্রকাশ হয়নি, তবে আশা করা হচ্ছে খুব শিগগিরই এটি অনুষ্ঠিত হবে।