নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে এসে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
বাংলাদেশের একাদশে এসেছে ৫ পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।