দীর্ঘ ৫ দিন ধরে বন্ধ রয়েছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যৎ কেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। এতে দক্ষিনাঞ্চলে বেড়েছে লোড সেডিং। অতিষ্ট হয়ে উঠেছে সাধারন মানুষ।
গত সোমবার দুপুরে রক্ষনাবেক্ষনের জন্য পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
এর পরপরই পটুয়াখালীসহ দক্ষিনাঞ্চলে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ঘন ঘন লোডসেডিংয়ে লোকসানের মুখে পড়েছেন বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। হাসপাতাল সহ সেবা নির্ভর প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষকে দিতে পারছেনা কাংখিত সেবা। এছাড়া শহরে বসবাসকারী মানুষের দৈনন্দিন কাজ সারতেও বেগ পেতে হচ্ছে। তাই লোড সেডিং থেকে পরিত্রানের দাবি জানিয়েছে সাধারণ মানুষ।
চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়েই লোড সেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে বন্ধ হওয়া ইউনিট চালু হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
এর আগে গত বছরের জুনে কয়লা সংকটে এ বিদ্যুৎ কেন্দ্রটির পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার ২০ দিন পর পুনরায় চালু হয়েছিলো।
আল/ দীপ্ত সংবাদ