চলতি এপ্রিল মাসের প্রথম পাঁচ দিনে (১–৫ এপ্রিল) দেশে প্রবাসীদের পাঠানো আয় (রেমিট্যান্স) দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৯০ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৬৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এই পরিসংখ্যান উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে দেশে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা স্বাধীনতার পর এক মাসে সর্বোচ্চ। তবে এপ্রিলের শুরুতেই ঈদের পর প্রবাসী আয়ের গতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম পাঁচ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৮০ লাখ ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৬৪ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৭ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
গত মার্চে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যার বাংলাদেশি মূল্য প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গড়ে প্রতিদিন এসেছে ১০.৬১ কোটি ডলার বা ১,২৯৫ কোটি টাকা।
তুলনামূলকভাবে, ২০২৩ সালের মার্চে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ডলার, ফলে এবারের মার্চে তা বেড়েছে ১৫৮ কোটি ডলার। চলতি অর্থবছরের (২০২৪–২৫) প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) রেমিট্যান্স এসেছে ২,১৭৮ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৭০ কোটি ডলার বেশি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও দেশে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, তবে তা ছাড়িয়ে গেছে মার্চের রেকর্ড।