জুলাই গণ–অভ্যুত্থানে আসাদুল হক বাবু হত্যা ঘটনায় রাজধানী যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি‘র (মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ছেলে) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৫ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, দুপুর ২টা ২৫ মিনিটে তৌহিদ আফ্রিদি‘কে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়। এসময় তাকে সিএমএম আদালত হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির জন্য ৩টা ২৫ মিনিটে তাকে এজলাসে তোলা হয়।
এরপর, এজলাসে তোলার পর শুনানিতে রাষ্ট্রপক্ষ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ইউটিউব–ফেসবুকের মাধ্যমে স্বৈরাচারী সরকারের প্রচারণা করেছেন এই ইউটিউবার। ছাত্র–জনতার ওপর যখন গুলি চালিয়েছেন পলাতক শেখ হাসিনা, তখন সেসব চিত্র জাতিকে না দেখিয়ে উল্টো যারা সেসব প্রচার করেছেন তাদের হুমকি দিয়ে ভয় দেখিয়েছেন তিনি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাযজ্ঞ চালিয়েছেন। বাপ–বেটা একত্রে স্বৈরাচারী হাসিনার দালালি করেছেন। এদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।
এসময়, আসামিপক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের বিরোধিতা করে বলেন, তৌহিদ একজন নিরপরাধ ব্যক্তি। তিনি কোনও অপরাধী না। তাকে ফাঁসানো হয়েছে। তিনি ছাত্রদের পক্ষে ছিলেন।
উল্লেখ্য, রবিবার (২৪ আগস্ট) রাতে তৌহিদ আফ্রিদি‘কে বরিশাল থেকে গ্রেপ্তার করে সিআইডি। পরবর্তীতে তাকে ঢাকা আনা হয়। এরও আগে ১৭ আগস্ট রাজধানী গুলশান থেকে আফ্রিদি বাবা নাসির উদ্দিন সাথী‘কে গ্রেপ্তার করা হয়।
এসএ