বিজ্ঞাপন
শুক্রবার, মে ২, ২০২৫
শুক্রবার, মে ২, ২০২৫

৩ অঞ্চলে বজ্রবৃষ্টি পূর্বাভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। ফলে আবহাওয়া অনেকটাই শীতল। তবে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিন আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সই করা বার্তায় বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১২ ডিগ্রি বাড়লেও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

শনিবার ( ৩ মে) ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দুএক বার বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (৪ মে) ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপামাত্রা সামান্য কমলেও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারের (৫ মে) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুএক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপামাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৬ মে) ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপামাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ইএ/এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More