জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে।
এই কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে পুরানা পল্টনে সমবেত হয় জামায়াতসহ অন্যান্য ইসলামী দলের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন।
সকাল ১০টার পর থেকেই ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে আসেন। পরে তারা পুরানা পল্টনে এসে অন্য দলগুলোর সঙ্গে একত্রিত হন।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন জানান, মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে শাপলা চত্বর থেকে পুরানা পল্টন পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। এরপর নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে পদযাত্রায় অংশ নেন।
বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে স্মারকলিপি দেয়া হবে। তিনি বলেন, আমাদের দাবি একেবারেই পরিষ্কার, গণভোট অবশ্যই নির্বাচনের আগে এবং পৃথক দিনে হতে হবে।
আট দলের পাঁচ দফা দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই ওই আদেশের ওপর গণভোট আয়োজন,
২. জাতীয় নির্বাচনে উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু,
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা,
৪. পূর্ববর্তী সরকারের জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
আন্দোলনে অংশ নেয়া আটটি ইসলামী দল হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।