পুলিশ এখন মবকে ভয় পাচ্ছে না, ৫ আগস্টের পর পুলিশের মানসিকতা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের মানসিকতা পরিবর্তন হয়েছে। অনেক চেঞ্জ হয়েছে। রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না কেন, আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কারণ তাদের অনেক সংকট রয়ে গেছে। অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। থানা পুড়ে গেছে। এগুলোতো সব আমরা করে দিতে পারিনি। আমরা একটা নতুন গাড়ি পর্যন্ত কিনে দিতে পারিনি।’
অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘অস্ত্র যতটা এক্সপেকটেশন (প্রত্যাশা) ছিল ততা কমপ্লিট (সম্পন্ন) হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি। যেটা আমরা পারিনি সেটাতো আমরা বলবো না। অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবেই।’
ইএ