সুদানে আটকে পড়া ৫৫৫ বাংলাদেশিকে বিশেষ চারটি ফ্লাইটে জেদ্দায় নেয়া হচ্ছে। বুধবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশি নাগরিকদের সুদান থেকে যে গতিতে নিয়ে আসব ভেবেছিলাম, সেটি হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত হয়েছে, আমরা আমাদের নিজেদের খরচে পোর্ট সুদান থেকে সেখানকার স্থানীয় চারটি চার্টার্ড ফ্লাইটে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে আসব। আজ (বুধবার) তিনটি ফ্লাইট আসবে। কাল (বৃহস্পতিবার) আরেকটি ফ্লাইটে বাংলাদেশি নাগরিকেরা জেদ্দা আসবেন।
শাহরিয়ার আলম বলেন, জেদ্দা থেকে ঢাকা আনতে আমাদের বিমানের কমার্শিয়াল ফ্লাইট উন্মুক্ত আছে। সেখানে আসনসংখ্যার একটু সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে। এ কারণে আমরা বিমানের একটি বিশেষ ফ্লাইটেরও ব্যবস্থা করেছি।
সংঘাতময় সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় ১৩৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তাঁরা দেশে ফেরেন।
সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এর মধ্যে যাঁরা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
এমি/দীপ্ত সংবাদ