নাটোরে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রমজান আলী শেখকে গ্রেপ্তার করেছে র্যাব–৫। তিনি ৫বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন ২৩ বছর।
সোমবার(২৩ অক্টোবর) সকালে নাটোর শহরের পশ্চিম বড়গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমজান আলী শেখ ওই এলাকার মৃত কিসমত আলী শেখের ছেলে।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৯৯৯ সালের ২৪ অক্টোবর মাদক দ্রব্যসহ গ্রেপ্তার হয় রমজান আলী শেখ। পরে তিনি আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর ২০০০ সালে তার অনুপস্থিতিতে আদালতের বিচারক রমজান আলীকে ৫ বছরের কারাদন্ড দেন। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের পশ্চিম বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।
সাহেদুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ