৬
৪৮১ দিন পর শুরুর একাদশে নেমে ভুলে যাওয়ার মতোই একটি দিন পার করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সান্তোসে নিজের দ্বিতীয় ম্যাচে কোনও গোল করতে পারেননি এই স্ট্রাইকার।
নভোরিজোন্তিনোর বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচে নেইমার মাঠে ছিলেন ৭৫ মিনিট। কিন্তু এ সময়ে তেমন কোনো ছাপই ফেলতে পারেননি। গোলশূন্য ম্যাচে নেইমার গোল কিংবা অ্যাসিস্ট কোনোটাই ঠিক ঠাক করতে পারেননি।
নেইমার একটি শট নিলেও সেটি লক্ষ্যে ছিলো না। সান্তোসের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে নেইমার বল স্পর্শ করেছেন ৫৫ বার সব মিলিয়ে পাস দিয়েছেন ২৮টি। এর মধ্যে ২২টি ছিলো সফল পাস। সাফল্যের হার ৭৯ শতাংশ।