৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা শেষ হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষণা অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সময় ছিল। পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধের সুযোগ পেয়েছেন চাকরিপ্রার্থীরা।
পিএসসি বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ৪৭তম বিসিএসে পরীক্ষায় অংশ নিতে তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। আবেদনের পর সফলভাবে ফি পরিশোধকারীরা বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
জানা গেছে, এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে পারে।
পিএসসি সূত্র জানায়, প্রতিটি বিসিএসের জন্য পৃথক পৃথক রোডম্যাপ তৈরি করা হচ্ছে। ৪৭তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী জুনে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। ফলে ৪৭তম বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।