লিওনেল মেসির জাদুতে এবারের সাপোর্টার্স শিল্ড জিতে নিল ইন্টার মায়ামি। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ একপেশে করে ফেলেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচে কলোম্বাস ক্রুকে ৩–২ ব্যবধানে হারিয়ে মেসির হাতে ওঠে ৪৬ নম্বর শিরোপা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর বিপক্ষে মেসির দুটি গোল প্রথমার্ধের শেষ দিকে ও যোগ করা সময়ে। ২–০ গোলে পিছিয়ে পড়া কলম্বাস দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরই একটি গোল শোধ করে। তবে ৪৮ মিনিটে গোল করেও দলকে আরও এগিয়ে দেন সুয়ারেজ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমায় কলম্বাস।
তবে ৬৩তম মিনিটে ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় বড় ধাক্কা খেতে হয় তাদের। ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পায় তারা। কিন্তু মায়ামি গোলকিপার ক্যালেন্ডার ডানদিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন শট। এতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় কলম্বাসকে।
৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করে মায়ামি। আরও দুই ম্যাচ বাকি। ২০২০ সালে মেজ লিগ সকারে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি এটি। আর মেসির ক্যারিয়ারের ৪৬তম ট্রফি।
আল/ দীপ্ত সংবাদ