বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ শুক্রবার (১৩ জানুয়ারি) দেশের ৪৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। এক বছর পর এলো এর দ্বিতীয় কিস্তি।
মুক্তির আগেরদিন বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে ‘ব্ল্যাক ওয়ার’র দুই পরিচালক সানী সানোয়ার, ফয়সাল আহমেদ, চিত্রনায়ক আরিফিন শুভ, চিত্রনায়িকা সাদিয়া নাবিলা, অভিনেতা সুমিত সেনগুপ্তসহ ছবিটির শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন। এছাড়া শোবিজের অনেক তারকা ও নির্মাতাও প্রিমিয়ার শো উপভোগ করেন।
অনুষ্ঠানে সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘নিজের সবটুকু ঢেলে দিয়ে চেষ্টা করেছি দর্শকদের উপভোগ্য একটি ছবি উপহার দেওয়ার। সবার প্রতি আহ্বান, প্রেক্ষাগৃহে এসে আমাদের সমর্থন করুন। আপনারা পাশে দাঁড়ালেই আমরা আরো ভালো ছবি নির্মাণ করতে পারব।’
চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‘‘দীর্ঘ এটা জার্নি পার করে পর্দায় ছবিটি দর্শকদের দেখাতে পারছি। শুধু বলব, দর্শক ছবিটি দেখুক এবং তাদের মতামত দিক। ‘ব্ল্যাক ওয়ার’ ভালো লাগলে অন্যদেরও বলুন।’’
পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘ছোটখাটো কিংবা গুরুত্বপূর্ণ কোনো বিষয়গুলোতে আমরা ছাড় দিইনি। মানসম্মত ও অ্যাকশন ও বিনোদনের ভরপুর একটা ছবি দেওয়ারই আপ্রাণ চেষ্টা ছিল আমাদের। আশা করি দর্শকরা আমাদের কষ্টের মূল্য দেবেন।’
পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চিত্রনায়িকা ববি হককে একটি বিশেষ উপস্থিতি পাওয়া যাবে একটি গানে।
কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস প্রমুখ।