বিজ্ঞাপন
মঙ্গলবার, মে ২০, ২০২৫
মঙ্গলবার, মে ২০, ২০২৫

৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ জনের মধ্যে গেজেটভুক্ত হলেন ১৬২ প্রার্থী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

৪৩তম বিসিএস চূড়ান্ত ফলাফল থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে অবশেষে গেজেটভুক্ত হলেন ১৬২ জন প্রার্থী।

মঙ্গলবার (২০ মে) বিকেল পাঁচটার পর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপ্রতি আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

নিয়োগ আদেশে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ জুনের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএসএর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগ সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।ভেরিফিকেশন শেষে ৯৯ জনকে বাদ দিয়ে ২০২৪ সালের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরপর ৩০ ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, ৪৩তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More