দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার (২৮ সেপ্টেম্বর) লেখা হবে নতুন এক ইতিহাস। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতে তিন দল নিয়ে শুরু হয়েছিল এশিয়া কাপ। লিগ পদ্ধতিতে সেবার শিরোপা জিতেছিল ভারত। এরপর বহু আসরে দুই দল ফাইনাল খেললেও কখনো একে অপরের প্রতিপক্ষ হয়নি শিরোপা নির্ধারণী লড়াইয়ে। এবারই প্রথম সেই সুযোগ পাচ্ছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় দ্বৈরথ।
ফাইনালের মঞ্চে পাকিস্তানের নাম এসেছে পাঁচবার। তবে শিরোপা ঘরে তুলতে পেরেছে মাত্র দুইবার—২০০০ ও ২০১২ সালে, দুটোই বাংলাদেশে। অন্যদিকে ভারত রেকর্ড ১১ বার ফাইনাল খেলেছে এবং আটবার জিতেছে ট্রফি।
চলতি আসরে ভারত এখনও অপরাজিত। সুপার ফোরে তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। পাকিস্তান অবশ্য ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করেছে শিরোপার লড়াই।
এশিয়া কাপের ইতিহাসে যদিও এবারই প্রথম ভারত ও পাকিস্তান ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। তবে সামগ্রিকভাবে, ভারত–পাকিস্তান একে অপরের বিপক্ষে পাঁচটি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে। যার মধ্যে এগিয়ে আছে পাকিস্তান, জিতেছে তিনটিতেই।
অভি/দীপ্ত সংবাদ