নাটোরের গুরুদাসপুরের ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা মামলার পলাতক আসামী জাহিদুল ইসলামকে(৫০) ফরিদপুর থেকে করেছে গ্রেপ্তার র্যাব।
শুক্রবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা এলাকায় তার এক আত্মীয় বাড়ি থেকে র্যাব–৫ ও র্যাব–১০ এর যৌথ অভিযানে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে গুরুদাসপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব–৫ সিপিসি–২ নাটোর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র্যাব–৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে র্যাব–৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গত ১৮ নভেম্বর ২০২২ তারিখে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী দাদা জাহিদুল ইসলাম ভিকটিমের মুখ গামছা দিয়ে বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের বিষয়টি কাউকে জানালে ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে শিশুটি না জানালেও তার অন্তঃসত্ত্বাকালীন শরীরের গড়ন পরিবর্তনে তার দাদী বুঝতে পেরে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে।
কর্নেল রিয়াজ আরও বলেন, একপর্যায়ে ভিকটিম তাকে সবকিছু খুলে বলে। পরে শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন। এ অবস্থায় ২০২৩ সালের ১৮ জুন ভিকটিমের দাদী বাদী হয়ে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আসামী জাহিদুল ইসলাম পালিয়ে যায়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে র্যাব তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামির অবস্থান জেনে তাকে উল্লেখিত স্থান থেকে গ্রেপ্তার করে।
শায়লা/দীপ্ত নিউজ