তুরস্কে জন্মহার কম, বিবাহ বিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। সেই সঙ্গে দেশটিতে জন্মহার বাড়াতে বেশ কিছু নীতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
রবিবার (২০ এপ্রিল) দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে চলতি বছরের শুরুতে একটি নতুন পোগ্রাম চালু হয়েছে। এতে বলা হয়েছে, যেসব দম্পতি সন্তান নেবেন তারা আর্থিক সহায়তা পাবেন। প্রথম সন্তানের জন্য দম্পতিরা এককালীন ৫ হাজার লিরা পাবেন। এরপর দ্বিতীয় সন্তানের জন্ম হলে মাসিক ১ হাজার ৫০০ লিরা ভাতা দেয়া হবে।
এছাড়া প্রথম ও দ্বিতীয় সন্তানের পর তৃতীয় সন্তানের জন্য মাসিক ৫ হাজার লিরা ভাতা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে, যা ১৩২ ডলারের সমান। বাংলাদেশি মুদ্রায় এটি ১৬ হাজার টাকার সমান।
নিউ আরব বলছে, তুরস্কের যেসব মানুষ বিদেশে থাকেন তারাও এই সুবিধা গ্রহণের জন্য ওই দেশের তার্কিস দূতাবাস অথবা
যে দেশে ৩ সন্তান নিলে প্রতি মাসে মিলবে ভাতা
কনস্যুলেটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
জীবনমানের ব্যয় বেড়ে যাওয়ায় তুরস্কে অনেকে বিয়ে করতে চান না। বিয়ে করলেও সন্তান নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে অনীহা রয়েছে। নতুন যে পোগ্রামটি নেয়া হয়েছে সেটি ‘তুরস্কের ভবিষ্যত ঝুঁকি’ মোকাবিলায় কাজ করবে বলে বলা হচ্ছে।