টানা তিন মাস বন্ধ থাকার পর সোমবার (১ সেপ্টেম্বর) থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন।
প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট এই তিন মাস সুন্দরবন সব শ্রেণি–পেশার মানুষের জন্য প্রবেশ নিষিদ্ধ করে বন বিভাগ। প্রথমে ২০১৯ সাল থেকে জুলাই ও আগস্ট ২ মাস করে বন্ধ থাকত। পরে ২০২২ সাল থেকে আরও এক মাস বাড়িয়ে মোট ৩ মাস সুন্দরবনে সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, গত জুন থেকে আগস্ট পর্যন্ত টানা ৩ মাস বনের নদীতে মাছ ধরা ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। জুন থেকে জুলাই এই সময়টা মাছের প্রজনন মৌসুম। এই সময় মাছের পেটে ডিম থাকে। এই সময়ে যদি মাছ আহরণ না করা হয় তাহলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এই কারণে বনে সবার প্রবেশ নিষিদ্ধ রাখে সরকার। এই তিন মাস পর্যটক প্রবেশও নিষিদ্ধ রাখা হয়।
বন কর্মকর্তা আরও বলেন, বনে মানুষের প্রবেশ না থাকায় বন্যপ্রাণি তাদের মতো করে চলাফেরা করতে পেরেছে। প্রকৃতিকে একটু রেস্ট দিতে হবে। বন্ধের মধ্যে কিছু অসাধু চক্র বনের মধ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করেছে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।
এসএ