শেষ ব্যাটসম্যান মোস্তাফিজুর রহমান এলবিডব্লু হওয়ার এর মাধ্যমে শেষ হল বাংলাদেশে–ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তিন–ম্যাচের প্রধমার্ধ। ৩ ফিফটিতেও বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিংয়ে নামার পর দুই ওপেনার দ্রুত ফেরার পর পুনর্গঠনের কাজ করেছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন। শুরুতে বেশ ধীরগতির হলেও ফিফটির দেখা পান দুজনই। তবে নাজমুলের রানআউটের পর আবার চাপে পড়ে বাংলাদেশ। সাকিবকে কিছুক্ষণ সঙ্গ দেওয়ার পর ফেরেন মুশফিকও, এরপর মাহমুদউল্লাহও বেশিক্ষণ টেকেননি।
এরপর থেকে বলতে গেলে বাংলাদেশকে একা টেনেছেন সাকিব। টেনে মেরেছিলেন, লং অনের ফিল্ডার ছিলেন বেশ ওয়াইডে। সেখান থেকেই ছুটে এসে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিলেন জেসন রয়, জফরা আর্চারের বলে সাকিবকে থামতে হলো ৭৫ রানেই।
৭১ বলের ইনিংসে সাকিব মেরেছেন ৭টি চার। ছয়টি জুটির অংশ ছিলেন, তার মধ্যে সর্বোচ্চ ৪৯ রান উঠেছে আফিফের সঙ্গে তাঁর জুটিতে। সাকিব ফিরেছেন ৪৯তম ওভারে।
২৪৬ রানের সংগ্রহ নিয়ে ইংল্যান্ডকে আটকাতে বেশ কঠিন হবে বাংলাদেশ টিমের জন্য। বোলারদের সঙ্গে ফিল্ডারদেরও করতে হবে কঠিন কাজ।
আগের দুই ওয়ানডেতে হেরে সিরিজ খোয়ানো বাংলাদেশের লক্ষ্য তৃতীয় ওয়ানডেতে জয় তুলে হোয়াইটওয়াশ এড়ানো।
আফ/দীপ্ত সংবাদ