ভার্চুয়ালি যুক্ত থেকে যৌথভাবে ৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন ঘোষণা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্প তিনটি হলো– আখাউড়া–আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা–মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট। এই প্রকল্পগুলো ভারতের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে যা দুই দেশের সংযোগ এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করবে বলে জানিয়েছে ভারত।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ–ভারত সম্পর্কের ইতিহাস সংস্কৃতি ও ভাষার মাধ্যমে আবদ্ধ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সাংস্কৃতিক মেলবন্ধনসহ সব দিক থেকে এগিয়েছে দুই দেশ।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য গত ৯ বছরে তিনগুণ বেড়েছে। আজ যেই তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে সেগুলোর বিষয়ে আমরাই সিদ্ধান্ত নিয়েছি এবং আজ সেগুলো উদ্বোধন করার সুযোগও পেয়েছি। আমাদের যৌথ প্রচেষ্টার সাফল্যের জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসএ/দীপ্ত নিউজ