বাসচালক মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী রুটে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এতে প্রায় ৭০ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে প্রথম বাস ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান।
তিনি বলেন, ‘সমস্যা নিরসনে আজ রাজশাহীতে দুই জেলার শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো গেছে। এরই ধারাবাহিকতায় আজ থেকেই বাস চলাচল শুরু হয়েছে। বুধবার থেকে নিয়মিত সিডিউল অনুযায়ী বাস চলবে।’
পিন্টু নামে এক বাস সুপারভাইজার বলেন, ‘উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এখন সব বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে।’
উল্লেখ্য, শনিবার (২৬ জুলাই) রাজশাহী চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ চালক–শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালক। এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জ চালকরা। এর ফলে শনিবার বিকেল ৫টা থেকে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এসএ