তিনদিনের জন্য রাঙামাটির সাজেক ভ্যালিতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবকাশযাপনে থাকবেন তিনি।
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
ইউএনও শিরীন আক্তার বলেন, আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাঙামাটির সাজেক ভ্যালিতে সফরের কথা রয়েছে। এ জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
আরও পড়ুন: আগুনে পুড়ল সাজেকের দুটি রিসোর্টসহ চার স্থাপনা
এর আগে, গত বছরের ২০–২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাষ্ট্রপতির সাজেক সফরের সিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত‘ সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮–২২ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন সাজেকের সব কটেজ–রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নেয় সাজেক কটেজ মালিক সমিতি। পরে রাষ্ট্রপতির সফর বাতিল হলে কটেজ মালিক সমিতিও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
তবে আগামী ১০–১২ ফেব্রুয়ারির সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি সাজেক কটেজ মালিক সমিতি।
মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালি আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত।
মিশু/ আল / দীপ্ত সংবাদ