শনিবার, অক্টোবর ৪, ২০২৫
শনিবার, অক্টোবর ৪, ২০২৫

৩ দিনের অবরোধের ঘোষণা বিএনপির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন দলটি।

রবিবার (৩০ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান।

দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটদ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশি হামলা, নেতাকর্মীদের হত্যা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, তাদের বাড়ি বাড়ি তল্লাশির অভিযোগ এনে রিজভী অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে শনিবার (২৮ অক্টোবরমহাসমাবেশের মঞ্চ থেকে রোববার হরতালের ঘোষণা দিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরতাল শুরুর পর মির্জা ফখরুলকে তার বাসা থেকে আটক করে পুলিশ। রোববার বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সারাদেশে পালিত হয়েছে বিএনপিজামায়াতের ডাকা হরতাল।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More