সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

৩৯ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ব্যবসায়ী শিবু বণিক, ধর্মঘট অব্যাহত

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু বণিক অপহরণের ৩৯ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণ ও ডাকাতির ঘটনায় শিবু বণিকের পরিবার, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। অপহৃত ব্যবসায়ীকে দ্রুত উদ্ধারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন বন্দরের ৫ শতাধিক ব্যবসায়ী।

গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানে অস্ত্রধারী ডাকাতদল হামলা চালায়। এ সময় তারা দোকানের দুই কর্মচারীকে বেঁধে ফেলে এবং ক্যাশ থেকে সাড়ে সাত লাখ টাকা লুট করে। এরপর শিবু বণিককে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ট্রলারে তুলে নিয়ে যায়।

শিবু বণিক কালাইয়া বন্দরের একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং কয়েকটি বড় কোম্পানির পণ্যের পরিবেশক। এছাড়া তিনি চাল, ডাল এবং আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি ব্যবসা পরিচালনা করেন।

অপহরণ ও উদ্ধার অভিযানে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে কালাইয়া বন্দরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন। আজ দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে।

রবিবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় অক্ষত অবস্থায় শিবু বণিককে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। মার্চেন্টপট্টি এলাকার শিবু বণিকের দোকানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এটি বিক্ষোভ মিছিল নিয়ে কালাইয়া বন্দর এলাকা প্রদক্ষিণ করেন ব্যবসায়ীরা।

এসময় বক্তব্য রাখেন কালাইয়া বন্দর মার্চেন্টপট্টি মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আমিন, অপহৃত ব্যবসায়ী শিবু বণিকের ভাই রতন বণিক ও ব্যবসায়ী অতুল চন্দ্র পাল সহ ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা, অপহৃত ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

কালাইয়া বন্দর মার্চেন্টপট্টি মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আমিন বলেন, ‘এটি কোনো সাধারণ ঘটনা নয়। কালাইয়া বন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় একজন ব্যবসায়ীকে এভাবে অপহরণ করা আমাদের নিরাপত্তার প্রশ্ন তোলে। শিবু বণিককে অক্ষত অবস্থায় ফেরত না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

ধর্মঘটের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা কার্গো জাহাজের পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এছাড়া সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটা করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

কালাইয়া বন্দর এলাকার স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন জানান, ‘দোকানপাট বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারছি না। বাজারে তেল, চাল, ডালসহ প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, শিবু বণিককে উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। এছাড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে যাতে তারা দোকানপাট খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন।

তিনি বলেন, ‘আমরা অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তাদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More