প্রায় ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২–১ এ জিতে নিলো ক্যারিবীয়রা।
মঙ্গলবার (১৩ আগস্ট) ত্রিনিদাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে শাই হোপের সেঞ্চুরিতে ২৯৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে জেইডেন সিলসের স্যুইং জাদুতে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন। ২৩ রানে প্রথম চার উইকেট হারানোর পর মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। সিলস একাই শিকার করেন ৬ উইকেট। এতেই সিরিজ নিজেদের করে নেয় উইন্ডিজরা। এর আগে, সবশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–০ ব্যবধানে জিতেছিলো রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।