মানিকগঞ্জ হরিরামপুর ধূলশুড়া ইউনিয়নে ৩০ মিনিটের পদ্মার ভাঙনে ১২ টি বাড়ি বিলীন হয়ে গেছে। নদীর ভাঙন ঝুঁকিতে রয়েছে স্কুলসহ অর্ধ শতাধিক স্থাপনা।
সোমবার (২১ আগষ্ট) রাত নয়টার দিকে উপজেলার ধূলশুড়া ইউনিয়নের আবিধারা ও ইসলামপুর এলাকায় নদী ভাঙনে নি:স্ব হয়েছে ১২ টি পরিবার। পদ্মায় বিলীনের পথে ৪৬ নং চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
ইসলামপুর গ্রামের গৃহবধূ ময়না বেগম বলেন, সরিষা ৫ মন, ৫০ মন ধান, ৪ মন তিল ও ভুট্টা সহ আমার ঘর পদ্মায় নিয়ে গেছে। আমরা পথের ফকির হয়ে গেছি।
মোহনপুর এলাকার সাগর বলেন, স্থায়ী বেরি বাঁধ না হলে যা আছে সব শ্যাষ হইব। রাইতে ভূমিকম্পের মতো সব শ্যাষ হইয়া গেছে। আমরা যাবো কই।
কাঞ্চন বেপারি বলেন, আধা ঘন্টায় আমগো সব শ্যাষ হইয়া গেছে। আমরা স্বপ্নেও ভাবিনি, আমগো এমন দশা হইবো। আমগো দু:খের শ্যাষ নাই।
ধূলশুড়া ইউপি চেয়ারম্যান জাহেদ খান বলেন, আমার কাছে মনে হয়েছে ভূমিকম্প হচ্ছে। ৩০–৪০ মিনিটে ১২ টা বাড়ি শেষ। স্কুল যেকোন সময় শেষ হয়ে যাবে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দীন বলেন, সকাল থেকে স্পটে রয়েছি। পানি উন্নয়ন বিভাগ থেকে আপদকালীন সময়ে ১২০০ মিটার কাজ চলছে। জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং শুরু করেছি।
এসএ/দীপ্ত নিউজ