পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) প্রথম প্রহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী ৫টি ভারতীয় যুদ্ধবিমান ‘ভূপাতিত‘ করেছে বলে দাবি করেছেন পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি ‘রাফাল’, ১টি রাশিয়ার তৈরি ‘সুখোই–৩০‘ ও ১টি মিগ–২৯ যুদ্ধবিমান। এর মধ্যে সুখোই–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
তিনি আরও বলেন, “যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয়, আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলব। আমরা চাই না এই পরিস্থিতি আরও খারাপ হোক। কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে, তাহলে আমাদের জবাব দিতে হবে।”
পাকিস্তান তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের জানান, বিমানগুলো আখনূর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু ভারতীয় সামরিক চৌকিও ধ্বংস করা হয়েছে বলে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং ভারত কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রাখা হচ্ছে।
এছাড়া, বেশ কয়েকটি মনুষ্যবিহীন আকাশযানও (ড্রোন) ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় নি ভারত।
এসএ