নওগাঁর পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করেছে র্যাব–৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। র্যাব বলছে, আটক হওয়া তিনজনই মাদক কারবারী ও উৎপাদক।
সোমবার (২৪ জুলাই) সকালে র্যাব–৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. রফিকুল ইসলাম।
রবিবার (২৩ জুলাইা) দিবাগত রাতে উপজেলার বসকৈল ও কান্তা কিসমত এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তারা হলেন– বসকৈল গ্রামের নীরেন পাহান (৪৮), কান্তা কিসমত গ্রামের বাবুল পাহান (৩৪) এবং অসীম পাহান (৩৪)।
কোম্পানী কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার বসকৈল এবং কান্তা কিসমত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদসহ মাদক কারবারী ও উৎপাদক নীরেন পাহান, বাবুল পাহান এবং অসীম পাহানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানাতে পারে, তারা দীর্ঘদিন থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বাড়ীতে উৎপাদন করতো। পরে সেগুলো সংরক্ষণ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে খুচরা ও পাইকারীতে বিক্রি করে আসছিল।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ