রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র বড় ধরনের বিপাকে পড়েছেন। পেশাদার ফুটবলার হিসেবে একাধিক ক্লাবের মালিকানায় যুক্ত থাকার অভিযোগে ফিফার এথিক্স কমিটির কাছে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে।
ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিও‘র বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভিনিসিয়ুসের উপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেছে। গত ৭ এপ্রিল, তিবেরিস হোলদিং দো ব্রাজিল‘ নামক একটি ব্রাজিলিয়ান কোম্পানি এই অভিযোগ দায়ের করে।
তাদের মূল বক্তব্য হলো, একজন পেশাদার ফুটবলার হিসেবে ভিনিসিয়ুস জুনিয়র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ক্লাবের মালিক হতে পারেন না। এটি ফিফার নিয়ম অনুযায়ী স্বার্থের সংঘাত তৈরি করে এবং প্রতিযোগিতার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। ফিফা বর্তমানে অভিযোগটি খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে কী শাস্তি হবে তা ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানা যাবে।
হাসীব/আল