দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নিয়েছেন ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশি বাধা অতিক্রম করে দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে পড়েন শতাধিক ‘জুলাই যোদ্ধা’।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণমুখী মঞ্চে স্বাক্ষর অনুষ্ঠান হবে। এর আগে কয়েকটি দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা।
‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিদের মূল দাবি দুটি। এগুলো হলো– শহীদ পরিবার–জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি আইন করে তার বাস্তবায়ন। এসব বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে।
স্থানীয়রা জানায়, বিক্ষোভকারীরা আজ শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। তাদের বাধা দেওয়া চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন। দুপুর ১২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।