দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান চুন্নু।
এর আগে বিকেল ৪টায় প্রার্থী ঘোষণারও সময় নির্ধারণ করেছিল। তবে বিকেলে দলের পক্ষ থেকে জানানো হয়, দলের চেয়ারম্যান ব্যস্ত থাকায় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বিকেল সাড়ে ৫টায়। প্রার্থীদের হাতে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা।
আল / দীপ্ত সংবাদ