মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

২৫ মার্চ সারাদেশে ১ মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসউপলক্ষ্যে সারাদেশে ১ মিনিট প্রতীকী ব্ল‍্যাকআউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) রাখার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ মার্চ) কৃষি মন্ত্রণালয় উপসচিব ড. মো. হাতেম আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

এর আগে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷

আন্তঃমন্ত্রণালয় সভা সিদ্ধান্তে জানানো হয়গণহত্যা দিবস উপলক্ষ্যে ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত (সুবিধাজনক দিনসময়ে) স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে৷ স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরিসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন করা হবে।

এদিকে, ২৫ মার্চ দুপুর ১২টা থেকে ঢাকাসহ সব সিটি মিনিপোলগুলোতে কর্পোরেশনের গণহত্যার ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হবে। এদিন জোহর/সুবিধাজনক সময়ে সারা দেশে ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে৷

এছাড়া, সারা দেশে রাত সাড়ে ১০টায় ১ মিনিটের প্রতীকী ব্ল‍্যাকআউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) থাকবে৷

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More