দেশের ২৫ জেলায় একযোগে ১০০টি সেতু চালু হওয়ায়, প্রত্যন্ত অঞ্চলে সহজে যোগাযোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বাড়বে বলে, মনে করছেন স্থানীয়রা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
দীর্ঘদিন অপেক্ষার পর খুললো চট্টগ্রামের পটিয়ার কালারপুল ও আনোয়ারা-চন্দনাইশ সড়কে বরকল সেতু। চালু হয়েছে পটিয়ার কালারপুল সেতুও। স্থানীয়রা বলছেন, এতে যাতায়াত যেমন সহজ হবে, তেমনি গতি পাবে ব্যবসা-বাণিজ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা ১০০টি সেতুর মধ্যে ৪২টি খাগড়াছড়ি জেলায়। এরমধ্যে আছে ‘খাগড়াছড়ি-পানছড়ি-লোগাং সড়কের লোগাং সেতু। বরিশাল বিভাগে নির্মিত ১৪টি সেতু দিয়েও যান চলাচল শুরু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এসব সেতু হওয়ায় পরিবহন ও যোগাযোগ খাতে অগ্রগতি হবে বলে, আশা স্থানীয়দের।
সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদীর ওপর নির্মিত রাণীগঞ্জ সেতুসহ ১৭টি সেতু খুলেছে সোমবার। এতে খুশি হাওরপাড়ের মানুষ। রানীগঞ্জ সেতু চালু হওয়ায় ঢাকার সঙ্গে দূরত্ব কমবে অন্তত ৫৫ কিলোমিটার।