ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৫৬ জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করেছে খেলাফত মজলিস।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই তথ্য জানান।
তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে ২৫৬ জনকে প্রাথমিক পর্যায়ে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। বাকি প্রার্থীদের নাম ভবিষ্যতে ঘোষণা করা হবে। তবে জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে সে ক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
দলীয় প্রতীক ‘দেওয়াল ঘড়ি’ নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে খেলাফত মজলিস নেতারা বলেছেন, আগামীর এই নির্বাচন হবে ‘বাতিলের বিপক্ষে ইসলামের লড়াই’।
দলের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউনিট স্তরের ভোটারদের মধ্যে জনমত গড়ে তুলতে হবে। তিনি কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “আপনারা সবাই মিলে মানুষকে সংগঠিত করে ভোট ডাকাতির পথকে চিরতরে বন্ধ করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।”
সভায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ সভাপতিত্ব করেন। সভায় সারা দেশ থেকে আসা বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠন ও নেতারা উপস্থিত ছিলেন।
সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নামের তালিকা:
খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকায় ঢাকা বিভাগ ও ঢাকা জেলার–১ আসনে সিকদার মোবারক হোসেন, ঢাকা–৩ আসনে হাজী নূর হোসেন, ঢাকা–৪ আসনে এইচ এম হুমায়ুন কবির আজাদ, ঢাকা–৫ আসনে মাওলানা সেলিম হোসাইন আজাদী, ঢাকা–৬ আসনে মাওলানা কাজী সরদার নেয়ামত উল্লাহ, ঢাকা–৯ আসনে ফয়েজ বক্স সরকার শহীদ, ঢাকা–১০ আসনে মাওলানা আহমদ আলী কাসেমী ঢাকা–১১ আসনে অধ্যাপক সিদ্দিকুর রহমান, ঢাকা–১২ আসনে মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, ঢাকা–১৩ আসনে মোহাম্মদ শাহজাহান, ঢাকা–১৪ আসনে মুফতি মাওলানা মিজানুর রহমান, ঢাকা–১৫ আসনে শেখ মুহাম্মদ সুলাইমান, ঢাকা–১৬ আসনে ডা. রিফাত হোসেন মালিক, ঢাকা–১৭ আসনে লে. কর্নেল (অব.) ডা. এমদাদুল হক, ঢাকা–১৮ আসনে মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ঢাকা–১৯ আসনে অধ্যাপক এনামুল হক, ঢাকা–২০ আসনে মুফতি আশরাফ আলী।
এদিকে টাঙ্গাইল জেলা টাঙ্গাইলে–১ আসনে মাওলানা কে এম আনসার আলী, টাঙ্গাইল–২ আসনে মুফতি আব্দুল মালেক, টাঙ্গাইল–৩ আসনে মুফতি বছির উদ্দিন বিপ্লবী, টাঙ্গাইল–৪ আসনে মুফতি আবদুর রহমান মাদানী, টাঙ্গাইল–৫ আসনে মাওলানা মো. ছানোয়ার হোসেন সরকার, টাঙ্গাইল–৬ আসনে আব্দুল মান্নান সেখ, টাঙ্গাইল–৭ আসনে অধ্যাপক মুফতি আবু তাহের তালুকদার, টাঙ্গাইল–৮ আসনে মাওলানা মো. শহীদুল ইসলামের নাম রয়েছে।
কিশোরগঞ্জ–১ আসনে মাওলানা হিফজুর রহমান খান, কিশোরগঞ্জ–২ আসনে মাওলানা সাঈদ আহমদ, কিশোরগঞ্জ–৩ আসনে প্রভাষক আতাউর রহমান শাহান, কিশোরগঞ্জ–৪আসনে মাওলানা ওলিউর রহমান, কিশোরগঞ্জ–৫ আসনে শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ, কিশোরগঞ্জ–৬ আসনে মাওলানা সাইফুল ইসলাম সাহেল, মানিকগঞ্জ–১ আসনে মুফতি আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ–২ আসনে মাওলানা এস এম সালাহ উদ্দিন, মানিকগঞ্জ–৩ আসনে তাওহিদুল ইসলাম তুহিন, মুন্সীগঞ্জ–১ আসনে মুহাম্মদ আনোয়ার হোসাইন, মুন্সীগঞ্জ–২ আসনে হাজী মিজানুর রহমান মৃধা, মুন্সীগঞ্জ–৩ আসনে হাজী আব্বাস কাজীর নাম রয়েছে।
গাজীপুর–১ আসনে মুফতি আবদুল হালিম আল হেরা,গাজীপুর–২ আসনে খন্দকার রুহুল আমীন, গাজীপুর–৩ আসনে মাওলানা সুলতান মাহমুদ, গাজীপুর–৫ আসনে মুফতি মাওলানা আজীজুল হক, নরসিংদী–১ আসনে হাফেজ মহিউদ্দিন জামিল, নরসিংদী–২ আসনে নূরুল আবসার শাহীন, নরসিংদী–৫ আসনে মাওলানা জাকির হোসাইন কাসেমী, নারায়ণগঞ্জ–১ আসনে মো. এমদাদুল হক, নারায়ণগঞ্জ–২ আসনে হাফেজ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ–৩ আসনে মুফতি সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ–৪ আসনে ইলিয়াস আহমদ, নারায়ণগঞ্জ–৫ আসনে এবিএম সিরাজুল মামুন, রাজবাড়ী–২ আসনে অধ্যাপক কাজী মিনহাজুল আলম, গোপালগঞ্জ–১ আসনে মুফতি মাওলানা কাজী রফিকুর রহমান, গোপালগঞ্জ–২ আসনে জি এম মনিরুজ্জামান মিন্টু, গোপালগঞ্জ–৩ আসনে শায়খুল হাদিস মাওলানা আলী আহমদ, মাদারীপুর–২ আসনে মনির হোসেন আকঞ্জী , শরীয়তপুর–১ আসনে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, শরীয়তপুর–২ আসনে মাওলানা দেলাওয়ার হোসাইন,শরীয়তপুর–৩ আসনে মাওলানা ইউসুফ ইসলাম রয়েছেন।
ময়মনসিংহ–১ আসনে অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম, ময়মনসিংহ–২ আসনে মাওলানা মতিউর রহমান, ময়মনসিংহ–৩ আসনে মাওলানা মো. নিজাম উদ্দিন, ময়মনসিংহ–৪ আসনে অধ্যাপক মো. আব্দুল করিম, ময়মনসিংহ–৫ আসনে মাওলানা সিরাজুল ইসলাম, ময়মনসিংহ– ৬ আসনে রফিকুল ইসলাম, ময়মনসিংহ–৭ আসনে অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ–৮ আসনে আহমদ হোসেন ভূঁইয়া, সিলেট বিভাগের সুনামগঞ্জ –১ আসনে অধ্যাপক ফজর আলী, সুনামগঞ্জ–২ আসনে সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ–৩ আসনে শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ–৪ আসনে মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ–৫ আসনে হাফিজ মাওলানা আবদুল কাদির রয়েছেন।
সিলেট–১ আসনে হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট–২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট–৩ আসনে মাওলানা দিলওয়ার হোসেন, সিলেট–৪ আসনে শায়খ আলী হাসান ওসামা, সিলেট–৫ আসনে মুফতি আবুল হাসান, সিলেট–৬ আসনে মাওলানা সাদিকুর রহমান, মৌলভীবাজার–১ আসনে মাওলানা লোকমান আহমদ, মৌলভীবাজার–২ আসনে সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার–৩ আসনে মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার–৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনেদ, হবিগঞ্জ–১ আসনে মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ–২ আসনে মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ–৩ আসনে অ্যাডভোকেট সরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ–৪ আসনে ড. আহমদ আবদুল কাদের, রাজশাহী বিভাগের জয়পুরহাট–১ আসনে শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ, জয়পুরহাট–২ আসনে মাওলানা মোরশেদুল আলম মর্তুজা, বগুড়া–৫ আসনে মাওলানা রাশেদুল ইসলাম, বগুড়া–৬ আসনে মাওলানা শাহাদাৎ হোসেন, নওগাঁ–১ আসনে অধ্যাপক মুশফিকুর রহমান শাহ্, নওগাঁ–২ আসনে কৃষিবিদ আবদুর রহমান সাবু, নওগাঁ–৩ আসনে মাহমুদুল ইসলাম সোহেল, নওগাঁ–৪ আসনে মাওলানা রিয়াজুল হক কাসেমী, নওগাঁ–৫ আসনে ডাক্তার আবু সাঈদ, নওগাঁ–৬ আসনে ডাক্তার খন্দকার আমিনুল ইসলাম মিঠু, রাজশাহী–২ আসনে হাফেজ মোহাম্মাদ উল্লাহ শাহীন, রাজশাহী–৩ আসনে মাওলানা গোলাম মোস্তফা, রাজশাহী–৪ আসনে মাওলানা ফেরদাউসুর রহমান, রাজশাহী–৫ আসনে মুফতি আবদুল হামিদ, রাজশাহী–৬ আসনে মাওলানা তোফায়েল আহমদ, নাটোর–১ আসনে ড. মো: আজাবুল হক, নাটোর–২ আসনে ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল, নাটোর–৩ আসনে মাস্টার আবদুল হান্নান, নাটোর–৪ আসনে ডা. আলভী হাসান ফিদা, সিরাজগঞ্জ–১ আসনে মুফতি আবদুর রকিব, সিরাজগঞ্জ–২ আসনে মুফতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ–৩ আসনে ডা. আবদুল মোমেন, সিরাজগঞ্জ–৪ আসনে মাওলানা আমজাদ হোসেন, সিরাজগঞ্জ–৫ আসনে মুফতি মনিরুল ইসলাম, পাবনা–১ আসনে মুফতি শহিদুল ইসলাম, পাবনা–২ আসনে মাস্টার রওশন আলী, পাবনা–৫ আসনে মাওলানা আরিফুল ইসলাম, রংপুর বিভাগের পঞ্চগড়–১ আসনে মুফতি আহমাদুল্লাহ আল মাশরুর, পঞ্চগড়–২ আসনে মাওলানা জিয়াউল হক, ঠাকুরগাঁও–১ আসনে রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও–২ আসনে হাসান পারভেজ, ঠাকুরগাঁও–৩ আসনে মো. জাকির হোসনে, দিনাজপুর–১ আসনে মাস্টার মোহাম্মদ আবু হানিফা, দিনাজপুর–২ আসনে সাদেকুল ইসলাম, দিনাজপুর–৩ আসনে আ ক ম খাদেমুল ইসলাম, দিনাজপুর–৪ আসনে হাফেজ বেলাল হোসেন, দিনাজপুর–৫ আসনে মশিউর রহমান মাস্টার, দিনাজপুর–৬ আসনে মাওলানা আনসার উল্লাহ।
নীলফামারী–১ আসনে মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী, নীলফামারী–২ আসনে সরওয়ার আলম বাবু, নীলফামারী–৩ আসনে হাফেজ মিজানুর রহমান, নীলফামারী–৪ আসনে তাওহিদুল ইসলাম তাওহিদ, লালমনিরহাট–১ আসনে আবদুল কাদের, লালমনিরহাট–২ আসনে ডা. মাওলানা মোখলেছুর রহমান, লালমনিরহাট–৩ আসনে অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, রংপুর–১ আসনে ফজলুল হক, রংপুর–২ আসনে শহিদুর রহমান রাজা, রংপুর–৩ আসনে অধ্যাপক তৌহিদুর রহমান মন্ডল রাজু, রংপুর–৪ আসনে মাওলানা শামসুল হক, রংপুর–৫ আসনে এনামুল হক সাদী, রংপুর–৬ আসনে মো. আল আমিন, কুড়িগ্রাম–১ আসনে মাওলানা আমজাদ হোসেন, কুড়িগ্রাম–২ আসনে সবেবর রহমান, কুড়িগ্রাম–৩ আসনে ইঞ্জিনিয়ার জামিল আহমদ, কুড়িগ্রাম–৪ আসনে মাওলানা আবু সাঈদ, গাইবান্ধা–১ আসনে আবদুল গাফফার, গাইবান্ধা–২ আসনে অধ্যাপক এ কে এম গোলাম আযম, গাইবান্ধা–৩ আসনে মেসের উদ্দিন সরকার, গাইবান্ধা–৪ আসনে মাস্টার সিরাজুল ইসলাম, গাইবান্ধা–৫ আসনে অধ্যাপক মো: জহুরুল হক সরকারের নাম রয়েছে।
চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে এস এম শহীদুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে আবুল ফাতাহ মুহাম্মদ মাসুক (ভুট্টু), ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে হাফেজ মো. এমদাদ উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনে মাওলানা মুহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে শায়খুল হাদীস মাওলানা আবদুস সামাদ, কুমিল্লা–১ আসনে মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল, কুমিল্লা–৪ আসনে মাওলানা মজিবুর রহমান ফরাজী, কুমিল্লা–৫ আসনে মাওলানা জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা–৬ আসনে মাওলানা ফয়জুর রহমান মাসউদ, কুমিল্লা–৭ আসনে মাওলানা সোলাইমান খান, কুমিল্লা–৮ আসনে ডা. যোবায়ের হোসেন মিয়াজী, কুমিল্লা–৯ আসনে মুফতি আবদুল হক আমিনী, কুমিল্লা–১০ আসনে মাওলানা নূরুল আমিন ভূঁইয়া, কুমিল্লা–১১ আসনে মাওলানা মুজাফ্ফর আহমদ জাফরী, চাঁদপুর–১ আসনে কাজী আসাদ উল্লাহ, চাঁদপুর–৩ আসনে মাওলানা তোফায়েল আহমদ, চট্টগ্রাম–২ আসনে মাওলানা হাবিবুল্লাহ, চট্টগ্রাম–৩ আসনে মাওলানা দেলোয়ার হোসাইন, চট্টগ্রাম–৫ আসনে মুফতি শিহাবুদ্দিন, চট্টগ্রাম–৬ আসনে হাকীম শিহাব উদ্দিন কামালী, চট্টগ্রাম–৭ আসনে মুফতি আবুল কালাম আজাদ, চট্টগ্রাম–৮ আসনে মাওলানা ফৌজুল আজীম চৌধুরী, চট্টগ্রাম–৯ আসনে অধ্যাপক এএসএম খুরশিদ আলম, চট্টগ্রাম–১০ আসনে মুহাম্মদ মাঈন উদ্দীন, চট্টগ্রাম–১১ আসনে মাওলানা জালাল উদ্দীন, চট্টগ্রাম–১২ আসনে মাওলানা মাহবুবুর রহমান হানিফ, চট্টগ্রাম–১৩ আসনে মাওলানা আহমদুর রহমান, চট্টগ্রাম–১৪ আসনে মুফতি আবু তাহের তুরাবী, চট্টগ্রাম–১৫ আসনে মাওলানা হেলাল উদ্দিন জিহাদী, চট্টগ্রাম–১৬ আসনে অধ্যক্ষ মাওলানা হুমায়ুন আজাদ।
ফেনী–০১ আসনে মাওলানা আজিজুল্লাহ আহমদি, ফেনী–০২ আসনে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, ফেনী–০৩ আসনে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, নোয়াখালী–০১ আসনে হাফেজ মাওলানা আবদুল আজিজ, নোয়াখালী–০২ আসনে মাওলানা ফয়েজুল্লাহ হাবীবী, নোয়াখালী–০৩ আসনে মাওলানা মোরশেদ আলম মাসুম, নোয়াখালী–০৪ আসনে অধ্যাপক মাওলানা রুহুল আমিন চৌধুরী, নোয়াখালী–৫ আসনে মাওলানা আলী আহমদ, নোয়াখালী–০৬ আসনে মাওলানা কামারুল হুদা, লক্ষ্মীপুর–০১ আসনে মাওলানা মোহাম্মদ ইসহাক, লক্ষ্মীপুর–০২ আসনে মাওলানা আবদুল করিম ছিদ্দিকী, লক্ষ্মীপুর–৩ আসনে মোহাম্মদ গোলাম মোস্তফা, লক্ষ্মীপুর–০৪ আসনে অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু সালমান, কক্সবাজার–০১ আসনে অধ্যাপক মুহাম্মদ ত্বোয়াহা, কক্সবাজার–০২ আসনে মুফতি আবু মুসা, কক্সবাজার–০৩ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম, কক্সবাজার–০৪ আসনে মাওলানা মুহাম্মদ তাহের, বান্দরবান জেলায় মাওলানা আসগর হোসাইন, রাঙ্গামাটি জেলায় মো. আব্দুল আওয়াল, বরিশাল–১ আসনে অধ্যাপক মো. সাইদুর রহমান শাহীন, বরিশাল–২ আসনে মো. মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল–৩ আসনে অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, বরিশাল–৪ আসনে অধ্যাপক রুহুল আমিন কামাল, বরিশাল–৫ আসনে অধ্যাপক এ. কে. এম মাহবুব আলম, বরিশাল–৬ আসনে অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান, বরগুনা–১ আসনে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন, বরগুনা–২ আসনে অধ্যাপক মো. রফিকুল ইসলাম, পটুয়াখালী–১ আসনে অধ্যাপক মাওলানা মো. সাইদুর রহমান, পটুয়াখালী–২ আসনে মাওলানা মো. আইয়ুব বিন মুসা, পটুয়াখালী–৩ আসনে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পটুয়াখালী–৪ আসনে ডা. জহির আহম্মেদ, ঝালকাঠি–১ আসনে মাওলানা মঈনুল ইসলাম (মঈন), ঝালকাঠি–২ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান।
ভোলা–১ আসনে মাওলানা শামসুল আলম, ভোলা–২ আসনে অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দিন, ভোলা–৩ আসনে মাওলানা আবদুর রাজ্জাক, ভোলা–৪ আসনে ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান, পিরোজপুর–১ আসনে মাওলানা আবদুল গাফ্ফার, পিরোজপুর–২ আসনে হাফেজ মো. নূরুল হক, পিরোজপুর–৩ আসনে অধ্যাপক মোতালেব হোসেন, খুলনা বিভাগের মেহেরপুর–১ আসনে অধ্যাপক আবদুল হান্নান, মেহেরপুর–২ আসনে হোসাইন বাদশাহ, কুষ্টিয়া–১ আসনে মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া–২ আসনে মুফতি আবদুল হামিদ, কুষ্টিয়া–৩ আসনে অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া–৪ আসনে মাওলানা আলী আশরাফ, চুয়াডাঙ্গা–১ আসনে মো. মোখলেসুর রহমান, চুয়াডাঙ্গা–২ অ্যাডভোকেট মো. ইউনুস আলী, ঝিনাইদহ–১ আসনে মাওলানা আবু তালেব, ঝিনাইদহ–২ আসনে অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ, ঝিনাইদহ–৪ আসনে মাওলানা ওয়াজিউল্লাহ, যশোর–১ আসনে মাওলানা মাহবুব উল্লাহ, যশোর–২ আসনে মাওলানা কামাল হোসাইন, যশোর–৩ আসনে মাওলানা হাফেজ আবদুল্লাহ, যশোর–৪ আসনে মাওলানা আশেকে এলাহী, যশোর–৫ আসনে হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, যশোর–৬ আসনে মাওলানা শফিউল্লাহ, মাগুরা–১ আসনে ড. মাওলানা ফয়জুল ইসলাম, মাগুরা–২ আসনে ডা. শামসুজ্জামান, নড়াইল–১ আসনে হাফেজ জিন্নাত আলী, নড়াইল–২ আসনে মাওলানা আবদুল হান্নান সরদার, বাগেরহাট–১ আসনে মাওলানা আবদুর রউফ, বাগেরহাট–২ আসনে শায়খুল হাদীস আমিরুল ইসলাম সিদ্দিকী, বাগেরহাট–৩ আসনে মুফতি ফরিদ আহমদ হেলালী, বাগেরহাট–৪ আসনে অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার।
খুলনা–১ আসনে মাওলানা এমদাদুল হক, খুলনা–২ আসনে অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, খুলনা–৩ আসনে এ এফ এম হারুনূর রশীদ, খুলনা–৪ আসনে মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা–৫ আসনে মুফতি আব্দুল জব্বার আজমী, খুলনা–৬ আসনে মাওলানা সোলাইমান হোসেন নোমানী, সাতক্ষীরা–৩ আসনে মুফতি কামাল উদ্দিনের নাম রয়েছে তালিকায়। বাকি আসনগুলোতে সম্ভাব্য প্রর্থীর তালিকা খুব তাড়াতাড়ি ঘোষণা করার কথা জানানো হয়েছে।