ফেনীর সোনাগাজীতে পুলিশ ও র্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ২৩ বছর পর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নূরুল আফছারকে (৪৮) গ্রেপ্তার করেছে। বুধবার (১৭ মে) ভোরে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি নূরুল আফছার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০০০ সালে নূরুল আফছারসহ সাতজন মিলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। ওই নারী বাদী হয়ে তৎকালীন সময়ে সাতজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। অতিরিক্ত দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল ফেনী–২ এর তৎকালীন বিচারক ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি সাতজন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন। এর মধ্যে তিনজন আসামি দীর্ঘদিন কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন।
গত সোমবার আজিজুল হক আনিছ নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক তিন আসামির মধ্য আফছারও একজন। মামলার পর থেকেই আফছার পলাতক ছিলেন। উক্ত মামলায় দন্ডিত আরো দুই আসামি এখনো পলাতক রয়েছেন।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তার এড়াতে আফছার দেশের বিভিন্ন জেলায় অবস্থান করতো এবং বার বার মোবাইল ফোন নাম্বার পরিবর্তন করতো। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নূরুল আফছারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল মামুন/এমি/দীপ্ত নিউজ