১৯৯৭ থেকে ২০২২—২৫ বছর ধরে একে অপরের বিপক্ষে খেলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। দীর্ঘ এ সময়ে বাংলাদেশ দল সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, সবচেয়ে বেশি টি-টোয়েন্টিও। কিন্তু বিশ্বকাপে মুখোমুখি একবারও হয়নি।
বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক ১৯৯৯ সালে। ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম দেখার পর এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ হয়েছে ছয়টি। ২০১৯ সালে হওয়া সর্বশেষ বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলেনি। বাকি পাঁচ আসরের কোনোটিতেই একবারের জন্যও দুই দলের দেখা হয়নি।
একই কাণ্ড টি-টোয়েন্টিতেও। ২০০৭ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর চলছে। আগের সাত আসরের মধ্যে ২০০৯ ও ২০২১ আসর খেলেনি জিম্বাবুয়ে। বাকি পাঁচটিতে খেললেও বাংলাদেশের সঙ্গে দেখা হয়নি। অথচ ২০০৬ থেকে বিশ্বকাপের আগে পর্যন্ত সর্বোচ্চ ১৯ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল।
প্রতিনিয়ত দেখা হওয়ার পর এখনো বিশ্বকাপে ‘অচেনা’ দুই প্রতিপক্ষ বাংলাদেশ-জিম্বাবুয়ে। বাংলাদেশের বিশ্বকাপে অভিষেকের পর কেটে গেছে ২৩ বছর, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে হয়েছে ১৩টি বিশ্বকাপ। এতটা বছর আর এতগুলো আসর পেরিয়ে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
সুপার টুয়েলভের নিজিদের তৃতীয় ম্যাচে আগামীকাল সকাল ৯ টায় ব্রিজবেনে মুখুমুখি হবে দু’দল।
আল\দীপ্ত