২১ বছর পর হারানো ছেলেকে ফিরে পেলেন ঠাকুরগাঁওয়ের সহিদুল ইসলাম–মর্জিনা বেগম দম্পতি।
ভারতের শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশনের সহায়তায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছেন সহিদুলের হারিয়ে যাওয়া সন্তান মতিউর রহমান।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে সংস্থার পক্ষ থেকে মতিউরকে নিয়ে একজন গাইড সহ বাংলাদেশে এসেছেন শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশনের মানসিক বিশেষজ্ঞ ডাঃ সরোয়ালী কোনডেকার।
ঠাকুরগাঁও জেলার আখানগর ইউনিয়নের দক্ষিণ দেবিডাঙ্গা গ্রামের সহিদুল ও মর্জিনার বড় ছেলে মতিউর। তাঁর জন্ম ১৯৮৭ সালে। ২০০২ সালে ১৫ বছর বয়সে হারিয়ে যান তিনি।
২০১৯ সালে ভারতের শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশনের সমাজকর্মীরা মানসিক বিপর্যস্ত অবস্থায় মহারাষ্ট্রের কারজাত থেকে উদ্ধার করে মতিউরকে। এরপর ফাউন্ডেশনের চিকিৎসকেরা তাঁকে চিকিৎসা দিয়ে সুস্থ করে এবং পরে তার পরিবার খুজে বের করে তাদের সাথে যোগাযোগ করে ।
মতিউরের মা মর্জিনা বেগম জানান, মাস সাতেক আগে একটি ফোন আসে। ফোনে ছেলে বেঁচে আছে, এবঙ ভারতে আছে জানানো হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে ছেলে ফেরত আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
দীর্ঘ ২১ বছর পর হারানো সন্তানকে ফিরে পেয়ে আনন্দে ভাসছে মতিউরের পরিবার। তাকে দেখতে ভীর করছে দূরদূরান্তের আত্মীয় স্বজন ও কৌতূহলী বিভিন্ন পর্যায়ের মানুষ।
হিমেল/এসএ/দীপ্ত নিউজ