প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না। একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীর আলোচনায় তিনি আরও বলেন, ওই ঘটনায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত, এটা প্রমাণিত।
সাহস থাকলে তারেক রহমানের উচিত দেশে ফিরে আসা।
এরআগে, ভয়াল সেই দিনের স্মরণে, ঘটনাস্থল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ বেদিতে ফুল দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি হিসেবেও শ্রদ্ধা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী আহত ও নিহতদের স্বজনদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
পরে আলোচনায় যোগ দিয় বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট থেকে ২০০৪ সালের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা।
আল/ দীপ্ত সংবাদ