উপ–নির্বাচনে বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের মহাজোট প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে অল্প ভোটে হেরে পর দেশজুড়ে আলোচিত হওয়া হিরো আলম এবার জামানত হারালেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে প্রার্থী হয়ে ভোট পেয়েছেন মাত্র ২ হাজার ১৭৫ ভোট।
এবার তানসেন নৌকা নিয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন ৪২ হাজার ৭৮৭ ভোট পেয়ে। তানসেনের নিকটতম প্রতিদ্বদ্বি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ডা.জিয়াউল হক মোল্লা। তিনি পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট। আসনটিতে ৪ লাখ ৩৯ হাজার ৬৪ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৯৬ হাজর ৬০৮ জন।
এর আগে রবিবার সন্ধ্যায় হিরো আলম তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয় ‘বিভিন্ন অনিয়মের কারণে হিরো আলম এই নির্বাচন বর্জন করলেন।’
পরে তাঁর ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ নির্বাচন বর্জনের বিষয়টি গণমাধ্যেকে নিশ্চিত করেছেন।
আল / দীপ্ত সংবাদ