অবশেষে শেষ হতে যাচ্ছে অপেক্ষা। চলতি সপ্তাহ থেকে যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে শুক্রবারও চলবে মেট্রোরেল।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। কর্তৃপক্ষও আশা করছে শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে থামবে। স্টেশনটি পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন‘ কর্মসূচি চলাকালে ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। তারা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন এবং মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ একাধিক স্থাপনায় ভাঙচুর চালায়।
প্রসঙ্গত, মেট্রোরেলের কার্যক্রম পুনরায় ২৫ আগস্ট শুরু হয়।
এসএ