প্রায় ১২৮ বছর পর অলিম্পিকে আবারো ফিরেছে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টের ম্যাচগুলোর নাম প্রকাশ করেছে আয়োজক কমিটি।
জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনার ফেয়ারগ্রাউন্ডস নামে পরিচিত ফেয়ারপ্লেক্সে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফেয়ারপ্লেক্স ৫০০ একরের একটি বিশাল ইভেন্ট ভেন্যু। এটি ১৯২২ সাল থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফেয়ার আয়োজন করে আসছে। সারা বছর ধরে কনসার্ট, প্রদর্শনী, ক্রীড়া ইভেন্ট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যও ব্যবহৃত হয় এই ভেন্যু।
লস এ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটে পুরুষ ও নারী বিভাগে ছয়টি দল অংশ নিবে। প্রতিটি দেশের থাকবে ১৫ জনের স্কোয়াড থাকবে। ২০২৮ সালের জুলাই মাসের, ১৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত ক্রিকেট চলবে অলিম্পিকে। আইসিসির তরফে স্বাগত জানানো হয়েছে এই ঘোষণাকে।