বিজ্ঞাপন
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

২০২৫ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা পাসপোর্টধারীরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশ ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় ভিসা প্রাপ্তির বিষয়টি একটি চিরাচরিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের মাটিতে পা রাখার এই অনুমতির শিথিলতা বিভিন্ন সময়ে কমবেশি হয়ে থাকে। বিশ্ব রাজনীতি ও আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে সৃষ্ট এই অবস্থার প্রধান শিকার হন মূলত বিদেশে যাওয়া নাগরিকরাই।

ভিসা প্রক্রিয়ার নানা জটিলতা ও অব্যবস্থাপনার কারণে তথ্যপ্রযুক্তির যুগেও অনেক ভ্রমণকারীকে ভিসা প্রক্রিয়া নিয়ে চরম বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। সেখানে ভিসামুক্ত গন্তব্যগুলো যেকোনো দেশের জন্যই এক বিরাট সুখবর। প্রতিবারের মতো এই বছরও পাসপোর্টের মানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রমের তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। এই তালিকায় উঠে এসেছেএকটি দেশের পাসপোর্টের জন্য কতগুলো দেশের ভিসাশিথিলতা রয়েছে।

তন্মধ্যে বাংলাদেশের পাসপোর্টধারীরা কোন দেশগুলোতে ভিসা ছাড়া, অনআরাইভাল ভিসা ও ইভিসাতে যেতে পারবেচলুন জেনে নেওয়া যাক।

২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসামুক্ত দেশগুলো

পরিপূর্ণভাবে ভিসামুক্ত অভিবাসন নীতিতে দেশ ত্যাগ বা বিদেশে প্রবেশকালে কোন ধরনের কাগুজে বা ডিজিটাল অনুমতিপত্র দেখানোর শর্ত থাকে না। ফলশ্রুতিতে দেশি বা বিদেশি মুদ্রায় ভিসা ফি দেওয়ারও কোনো অনুষঙ্গ নেই। এই কার্যনীতির একমাত্র নথি হিসেবে কাজ করে পাসপোর্টটি। তবে এই সুবিধা নিয়ে গন্তব্যের দেশটিতে অবস্থান করার জন্য থাকে একটি নির্দিষ্ট সময়সীমা, যার বিস্তৃতি বিভিন্ন দেশে বিভিন্ন রকম।

২০২৪এ হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুসারে পৃথিবীর ২২টি দেশ বাংলাদেশের পাসপোর্ট থাকা নাগরিকদের সম্পূর্ণ ভিসাঅব্যহতি সুবিধা দিয়েছিল। কিন্তু এবার এই সংখ্যাটি কমে দাড়িয়েছে ২১।

চলুন, বাংলাদেশের জন্য এই ভিসামুক্ত গন্তব্যের দেশগুলো এক নজরে দেখে নেওয়া যাক।

. বাহামাস

. বার্বাডোস

. ভুটান

. ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ

. কুক দ্বীপপুঞ্জ

. ডমিনিকা

. ফিজি

. গ্রেনাডা

. হাইতি

১০. জ্যামাইকা

১১. কিরিবাতি

১২. মাদাগাস্কার

১৩. মাইক্রোনেশিয়া

১৪. মন্টসেরাট

১৫. নিউ

১৬. রুয়ান্ডা

১৭. সেন্ট কিট্স এবং নেভিস

১৮. সেন্ট ভিন‌্সেন্ট এবং গ্রেনাডাইন্স

১৯. দ্যা গাম্বিয়া

২০. ত্রিনিদাদ ও টোবাগো

২১. ভানুয়াতু

২০২৪এর সূচকের পূর্ণাঙ্গ ভিসামুক্ত ক্যাটাগরি থেকে যে দেশটি এবার বাদ পড়েছে সেটি হচ্ছে লেসোথো। দেশটিতে যেতে হলে বাংলাদেশিদের এখন থেকে দেশ ত্যাগের পূর্বেই যথাযথ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ভিসা সংগ্রহ করতে হবে। ক্যাটাগরির বাকি ২১টি দেশের প্রত্যেকটিই অপরিবর্তিত রয়েছে, কোনোটির সঙ্গেই নতুন কোনো দেশের প্রতিস্থাপন হয়নি।

২০২৫ সালে অনঅ্যারাইভাল ভিসায় যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

এই অভিবাসন নীতি অনুসারে বিদেশ গমনকারী গন্তব্যের দেশে প্রবেশের আগ মুহুর্তে ভিসা হাতে পান। বিমানবন্দর, সমুদ্র বন্দর, কিংবা স্থলবন্দর; যেকোনো চেকপয়েন্টে এই কার্যক্রমটি সম্পন্ন করা হয়। এ ধরনের অনুমতি নিয়ে বিদেশে প্রবেশ এবং সেখানে থাকার জন্য সুনির্দিষ্ট মেয়াদ থাকে। এই সময়সীমা একেক দেশে একেক রকম। অধিকাংশ ক্ষেত্রে বিনামূল্যে দেওয়া হলেও কোনো কোনো দেশে এই ভিসার জন্য ফি রাখা হয়।

২০২৫এর হেনলি পাসপোর্ট ইন্ডেক্স মতে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে ১৬টি দেশে এই ভিসানীতি অনুসরণ করা হবে। দেশগুলোর তালিকা নিম্নরূপ:

. বলিভিয়া

. বুরুন্ডি

. কম্বোডিয়া

. কেপ ভার্দে দ্বীপপুঞ্জ

. কমোরো দ্বীপপুঞ্জ

. জিবুতি

. গিনিবিসাউ

. মালদ্বীপ

. মৌরিতানিয়া

১০. মোজাম্বিক

১১. নেপাল

১২. সামোয়া

১৩. সিয়েরা লিওন

১৪. সোমালিয়া

১৫. তিমুরলেস্তে

১৬. টুভালু

আগের বছর এই সংখ্যাটি ছিল ১৮। এবার এই ক্যাটাগরি থেকে বাদ পড়েছে সেশেলস এবং টোগো। সেশেলস এখন থেকে বাংলাদেশিদের জন্য ইটিএ পদ্ধতি অনুসরণ করবে, আর টোগো’তে থাকছে ইভিসা নীতি।

২০২৫ সালে যেসব দেশে যেতে বাংলাদেশিদের ইটিএ প্রয়োজন হবে

ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ হচ্ছে ভ্রমণের ডিজিটাল ছাড়পত্র, যা সরাসরি পাসপোর্টের সঙ্গে সংযুক্ত থাকে। এই অনুমতি ভ্রমণের আগে নিতে হয়, তবে প্রক্রিয়াটির জন্য দূতাবাসে সশরীরে না যেয়ে অনলাইন থেকেই করে নেওয়া যায়। ইটিএ প্রদানকারী প্রত্যেকটি দেশের অভিবাসন ওয়েবসাইটে এই ইলেক্ট্রনিক পরিষেবাটি রয়েছে।

২০২৫এ তিনটি দেশে ভ্রমণকালে এই ছাড়পত্র পাওয়া যাবে।

দেশগুলো হলো:

. শ্রীলঙ্কা

. কেনিয়া

. সেশেলস

বিগত বছরের অনঅ্যারাইভাল তালিকায় থাকা সেশেলস এ বছর যুক্ত হয়েছে ইটিএ ক্যাটাগরিতে।

হেনলি ইন্ডেক্স অনুযায়ী সম্পূর্ণ ভিসাঅব্যহতি, অনঅ্যারাইভাল ও ইটিএএই তিন ভিসানীতিকে এক সঙ্গে ভিসামুক্ত হিসেবে বিবেচনা করা হয়। এই নিরীখে চলতি বছর বাংলাদেশের জন্য ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা সর্বমোট ৪০ যা গত বছরে ছিল ৪২।

এই পরিবর্তনের কারণে হেনলি ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান ৯৭ থেকে নেমে এসেছে ১০০তে। ২০২১ সালে বাংলাদেশ সর্বনিম্ন মাত্রায় পৌঁছেছিল। তারপর থেকে একটানা তিন বছর ক্রমশ উন্নয়নের পর আবারও নিম্নগামী হলো বাংলাদেশি পাসপোর্টের মান।

২০২৫ সালে যে দেশগুলো বাংলাদেশিদের ইভিসার সুবিধা দিচ্ছে

ইটিএ এবং ইলেক্ট্রনিক বা ইভিসা উভয়ের সঙ্গেই অনলাইন পদ্ধতির সম্পৃক্ততা থাকলেও দুয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ইভিসা মূলত পড়াশোনা, চাকরি বা ব্যবসায়িক উদ্দেশ্যে দীর্ঘ দিনের জন্য বিদেশ গমনের নিমিত্তে করা হয়ে থাকে। অপরদিকে, ইটিএএর মূল উদ্দেশ্য থাকে পর্যটন বা ট্রাঞ্জিট; তথা স্বল্প সময়ের জন্য গন্তব্যের দেশটিতে থাকা।

ডিজিটাল পদ্ধতির পরেও ইভিসার আবেদন প্রক্রিয়াতে প্রায় ক্ষেত্রে সহায়ক নথির প্রয়োজনীয়তা থাকায় প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। অন্যদিকে, ইটিএএর জন্য খুব বেশি নথির বাধ্যবাধকতা নেই, যার কারণে প্রক্রিয়া বেশ দ্রুত এবং সহজ হয়।

এ বছর যে দেশগুলোতে যেতে বাংলাদেশের পাসপোর্টধারীদের ইভিসা করতে হবে, সেগুলো হলোঃ

. আলবেনিয়া

. অ্যান্টিগুয়া এবং বারবুডা

. আজারবাইজান

. বাহরাইন

. বেনিন

. বতসোয়ানা

. ক্যামেরুন

. কলম্বিয়া

. নিরক্ষীয় গিনি

১০. গিনি

১১. ইথিওপিয়া

১২. গ্যাবন

১৩. জর্জিয়া

১৪. কাজাখস্তান

১৫. কিরগিজস্তান

১৬. মালয়েশিয়া

১৭. মলদোভা

১৮. মায়ানমার

১৯. ওমান

২০. পাকিস্তান

২১. কাতার

২২. সাও টোমে এবং প্রিন্সিপে

২৩. সুরিনাম

২৪. সিরিয়া

২৫. তাজিকিস্তান

২৬. তানজানিয়া

২৭. থাইল্যান্ড

২৮. টোগো

২৯. তুর্কি

৩০. উগান্ডা

৩১. উজবেকিস্তান

৩২. ভিয়েতনাম

৩৩. জাম্বিয়া

৩৪. জিম্বাবুয়ে

সবশেষ, ২০২৪এর তালিকা থেকে লেসোথো বাদ যাওয়ায় ২০২৫এ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সম্পূর্ণভাবে ভিসামুক্ত দেশগুলোর সংখ্যা ২২ থেকে কমে ২১ হয়েছে। বর্তমানে ইটিএ পদ্ধতি অবলম্বন করা সেশেলস বিগত বছর ছিল অনঅ্যারাইভাল তালিকায়। একই তালিকাভূক্ত টোগো এবার থেকে অনুসরণ করছে ইভিসা পদ্ধতি। তাই ১৮ থেকে অনঅ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়া দেশের সংখ্যা কমে দাড়িয়েছে ১৬। একই কারণে গতবারের ২টি থেকে বেড়ে বর্তমানে ৩টি দেশে রয়েছে ইটিএ ব্যবস্থা। সব মিলিয়ে ২০২৫এ মোট ৪০টি দেশে ভিসা ছাড়া যেতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। উপরন্তু, বাংলাদেশি পাসপোর্ট থাকার সুবাদে এই বছরে মোট ৩৪টি দেশ থেকে ইভিসার সুবিধা থাকছে। সূত্র: বিসিএস।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More