আগামী বছর শ্রীলংকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের আগামী আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিবে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ২০০৬ সালের পর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলংকা।
আগামী ১৩ জানুয়ারি শ্রীলংকা ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে যুব বিশ^কাপের পর্দা উঠবে। ৪ ফেব্রুয়ারি ফাইনাল নিয়ে শেষ হবে আসর।
১৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৮ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২১ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।
আসরের ৪১ টি ম্যাচ কলম্বোর ৫টি ভেনু্যুতে অনুষ্ঠিত হবে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ বিশ^কাপের ফাইনালে বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশের যুবারা।
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের গ্রুপ –
গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
গ্রুপ ‘সি’ : শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
গ্রুপ ‘ডি’ : আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
আল / দীপ্ত সংবাদ