২০২৪ সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরনীয় হয়ে থাকবে। মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায়, দীর্ঘদিন ক্রীড়া অনুরাগীদের মনে থেকে যাবে এই বছরটা।
টেষ্ট ক্রিকেটে সাকিব আল হাসানের অবসরের ঘোষণা এবং তার দেশে ফেরা নিয়েও জলঘোলা হয়েছে অনেক। সাদা পোশাকে পাকিস্তানকে হোয়াইটওয়াশও করেছে টাইগাররা। প্রিয় ফরম্যাটে না পারলেও, টি–টোয়েন্টিতে উইন্ডিজকে ধবলধোলাই করে চমক দিয়ে বছর শেষ করেছে লিটন বাহিনী।
পূর্ব দিকে যেমন সূর্যের উদয়, আর পশ্চিমে অস্ত, তেমনি খেলোয়াড়দের জীবনেও থাকে উত্থান পতনের গল্প। তবে সেই গল্পের এক খলনায়কের চরিত্রে থেকেই বছরটা শেষ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাই–আগষ্টের গণঅভ্যূথানের পর পুরো দেশ যেখানে বদলে গেছে আমূলে, সেখানে বদলায়নি শুধু সাকিব আল হাসানের ভাগ্য।
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বোর্ডের সভাপতির দায়িত্বে আসেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পরিচালক হন নাজমুল আবেদীন ফাহিম। তবে তাদের কাছ থেকে কোনো আশার বানী শুনতেও পাননি মিস্টার সেভেন্টিফাইভ। উল্টো সে সময় সাকিবের পক্ষে বিপক্ষে সমর্থকদের মাঝে হয়েছে হট্টগোল।
এত কিছুর মাঝেও পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট ক্রিকেটে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এরপর ভারত সিরিজে গিয়ে সব ফরম্যাটে হেরে ধবলধোলাই হয় বাংলাদেশ। ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। চেয়েছিলেন, মিরপুরের সবুজ গালিচায় সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের ঘরের মাঠে খেলে অবসর নিতে চান তিনি। তবে তারপর আর দেশে ফেরা হয়নি সাকিবের। তারপরও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নিয়ে আশাবাদী নতুন বোর্ড, বছর শেষের আগে এমন বার্তাও দিয়ে রেখেছে বিসিবি। আর টি–টোয়েন্টি থেকে অবসর নেন মাহমুদ উল্লাহ রিয়াদ।
তামিম ইকবাল ইস্যূ, নাসুমের চড় কান্ড, ছাড়াও ২০২৩ বিশ্বকাপে ব্যর্থতার দায় দিয়ে হাথুরু সিংকে সরিয়ে, সাউথ আফ্রিকা সিরিজ শুরুর আগেই সাবেক উইন্ডিজ ক্রিকেটার ফিল সিমন্সের হাতে তুলে দেয়া হয় শান্তদের দায়িত্ব। তবে সে সিরিজেও ভরাডুবি হয় বাংলাদেশের। শারজায় আফগানিস্তানের কাছে সিরিজ হেরে ওয়েস্ট ইন্ডিজ যায় বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজ ড্র করে তাক লাগিয়ে দেয় ক্রিকেট বিশ্বকে।
এরপর ওয়ানডে সিরিজ হারলেও, টি–টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বছরটা দারুণভাবে শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল। সাথে এই বিজয়ের মাসে অনূর্ধ্ব–১৯ এর যুবারা দেশকে উপহার দেয় আরেকটি এশিয়া কাপের শিরোপা।
আর এ বছরই টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যায় বাংলাদেশ দল। বিশ্বকাপে সেরা আটে উঠলেও সেমির টিকিট না পাওয়ায় আক্ষেপ নিয়ে দেশে ফিরে টাইগাররা।
ইশান/আল