১৮ বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী অপি করিম। ‘মায়ার জঞ্জাল’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর দেখা মিলবে তার। ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমা দিয়ে বড় পর্দায় হাজির হন অপি করিম। এরপর দীর্ঘ ১৮ বছর কেটে গেলেও, রুপালি পর্দায় আর পাওয়া যায়নি তাকে।
এবার সেই বিরতি ভাঙছে। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’ বা ‘ডেব্রি অব ডিজায়ার’ এর মাধ্যমে প্রেক্ষাগৃহে আসছেন নন্দিত এই অভিনেত্রী। ফার্স্টলুক প্রকাশ করে সিনেমাটির অন্যতম প্রযোজক জসীম আহমেদ ফেব্রুয়ারিতে বাংলাদেশে ছবিটি মুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন।
দীর্ঘদিন পর পর্দায় ফেরা প্রসঙ্গে অপি করিম বলেন, হতে পারে আমি এমন কিছুর অপেক্ষাতেই ছিলাম। এর গল্পটা খুব টানে। আমার চরিত্রটা যে খুব বড়, তা নয়। কিন্তু এতে একটা অদ্ভুত মায়া আছে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। অপি করিম অভিনয় করেছেন সোমা চরিত্রে। তার স্বামীর ভূমিকায় রয়েছেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও সোহেল মণ্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুসহ দুই বাংলার বেশ কয়েকজন তারকাকেও দেখা যাবে এ ছবিতে।