ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চোরাকারবার ও মাদকসহ অন্তত ১৭টি মামলার আসামী জুবায়ের পারভেজকে গ্রেপ্তারে অভিযান করতে গিয়ে পুলিশ সদস্য নাজেহাল হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার গোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক পুলিশ ওই আসামীর বাড়িতে অভিযান চালিয়ে ৮০পিস শাড়িসহ আসামীর পিতা আবু তাহেরকে আটক করে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, সোমবার সন্ধ্যায় এসআই জাকির হোসেন সমিতি বাজার এলাকায় আসামী পারভেজের বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন যুবক পুলিশ সদস্যের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে সেখানে হাতাহাতির ঘটনার পর পুলিশ সদস্য পিছু হঠে। তাৎক্ষণিক খবর পেয়ে ছাগলনাইয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীর বাড়িতে অভিযান চালিয়ে ৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে। এ ঘটনায় ঘরের মালিক আবু তাহেরকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলা রেকর্ড করা হবে।
ওসি আরও জানান, জুবায়ের পারভেজ একজন চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে ফেনী, মিরসরাই, ছাগলনাইয়াসহ বিভিন্ন থানায় মাদক, ধর্ষণ, ডাকাতি ও চোরাকারবারীর অভিযোগে ১৭টি মামলা রয়েছে। অভিযানের খবর পেয়ে পারভেজ পালিয়ে যায়।
শায়লা / দীপ্ত নিউজ